Site icon Jamuna Television

চীনের কমিউনিস্ট পার্টির নেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করলেন টেনিস তারকা

চীনের টেনিস তারকা পেং শুয়াই দেশটির কমিউনিস্ট পার্টির এক জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে করা যৌন হেনস্থার অভিযোগ নিজেই অস্বীকার করেছেন। রোববার (৭ ফেব্রুয়ারি) ফ্রান্সের সংবাদমাধ্যম লা ইকুইপকে দেয়া এক সাক্ষাৎকারে এই টেনিস খেলোয়াড় তার আগের বক্তব্যকে অস্বীকার করেন। খবর বিবিসির।

এর আগে নভেম্বরে পেং শুয়াই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করে বলেন, কমিউনিস্ট পার্টির নেতা ঝাং গাওলি যৌন হেনস্তা করেছেন। ওই অভিযোগের পরই পেং শুয়াই নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। আর তাতে বিশ্বজুড়ে তাকে নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

তবে এ বিষয়ে চীনের এই টেনিস খেলোয়াড় দাবি করেছেন, তিনি স্বাভাবিক জীবনযাপন করেছেন। নিরুদ্দেশ হননি। এ ব্যাপারে নাকি উইমেনস টেনিস অ্যাসোসিয়েশনকে ই-মেইল করে এ তথ্য জানায়। যদিও তার নিখোঁজ হওয়ার ঘটনায় টেনিস টুর্নামেন্ট বাতিল করেছিল কর্তৃপক্ষ।

এ বিষয়ে চীন সরকারের পক্ষ থেকেও এমন কথা বলা হয়েছিল। পেং শুয়াইও অনেকটা চীন সরকারের বক্তব্যের প্রতিধ্বনিই করলেন। চীনের অলিম্পিক কমিটির অনুমতির পরই পেং শুয়াই ফরাসি সংবাদমাধ্যমটিকে সাক্ষাৎকারটি দেন।

Exit mobile version