Site icon Jamuna Television

কাশ্মীর ইস্যুতে চীন একতরফা পদক্ষপের বিরোধিতা করবে: ইমরানকে জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আশ্বস্ত করে বলেছেন, কাশ্মীর ইস্যুতে চীন একতরফা পদক্ষেপের বিরোধিতা করবে। পাশাপাাশি এ ইস্যুতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধানের কথা বলেছে চীন। চীনা গণমাধ্যমের সূত্রে ভারতের আনন্দবাজার পত্রিকা এমন সংবাদ প্রকাশ করেছে।

শীতকালীন অলিম্পিকের অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের সফয়ে যায় ইমরান খান। সফরের শেষ দিনে এ দুই নেতা কাশ্মীর প্রসঙ্গে কথা বলেন।

শি জিনপিং ইমারনকে আরও বলেছেন, সারা পৃথিবী এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই সময় চীন-পাকিস্তানের সম্পর্কের কৌশলগত গুরুত্ব সুস্পষ্ট হয়ে উঠেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা প্রেসিডেন্ট পাকিস্তানের সঙ্গে একাধিক প্রকল্পে কাজ করার আশ্বাসও দিয়েছেন। প্রযুক্তি, শিল্প ও কৃষিতে পাকিস্তানকে সাহায্য করবে চীন। ইতোমধ্যে চীনের সঙ্গে বেশ কিছু চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। ইমরান খানের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী, অর্থমন্ত্রী শওকত তারিন, তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরীও চীনে গিয়েছেন।

Exit mobile version