চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আশ্বস্ত করে বলেছেন, কাশ্মীর ইস্যুতে চীন একতরফা পদক্ষেপের বিরোধিতা করবে। পাশাপাাশি এ ইস্যুতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধানের কথা বলেছে চীন। চীনা গণমাধ্যমের সূত্রে ভারতের আনন্দবাজার পত্রিকা এমন সংবাদ প্রকাশ করেছে।
শীতকালীন অলিম্পিকের অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের সফয়ে যায় ইমরান খান। সফরের শেষ দিনে এ দুই নেতা কাশ্মীর প্রসঙ্গে কথা বলেন।
শি জিনপিং ইমারনকে আরও বলেছেন, সারা পৃথিবী এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই সময় চীন-পাকিস্তানের সম্পর্কের কৌশলগত গুরুত্ব সুস্পষ্ট হয়ে উঠেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনা প্রেসিডেন্ট পাকিস্তানের সঙ্গে একাধিক প্রকল্পে কাজ করার আশ্বাসও দিয়েছেন। প্রযুক্তি, শিল্প ও কৃষিতে পাকিস্তানকে সাহায্য করবে চীন। ইতোমধ্যে চীনের সঙ্গে বেশ কিছু চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। ইমরান খানের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী, অর্থমন্ত্রী শওকত তারিন, তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরীও চীনে গিয়েছেন।

