Site icon Jamuna Television

চাঁদা না পেয়ে ভাড়াটিয়ার বাসায় ভাঙচুর ও মারধরের অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে

পাবনায় ভাড়াটিয়ার কাছে ২২ লাখ টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক বাড়িওয়ালার বিরুদ্ধে।

রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার মাসুম বাজারের বাংলা ক্লিনিকের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জানান, বাসার মালিকের ছেলে রেজাউল করিম ফোন করে ২২ লাখ টাকা চাঁদা দাবি করে। দিতে অস্বীকার করায় গালিগালাজ করে ও হুমকি দেয়। এরপর রাতে মালিকসহ স্থানীয় সন্ত্রাসী বাহিনী ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। এসময় পরিবারের সদস্যদের মারধর করে গলার চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা।

লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

/এডব্লিউ

Exit mobile version