Site icon Jamuna Television

গুগল ক্রোমের লোগোতে পরিবর্তন এসেছে

পরিবর্তন এসেছে গুগল ক্রোমের লোগোতে। ব্রাউজারটি প্রকাশ করার পর এ পর্যন্ত তিনবার লোগো পরিবর্তন করা হলো। এর আগে ২০১১ ও ২০১৪ সালে গুগল ক্রোমের লোগোতে পরিবর্তন আনা হয়েছে। তবে লোগোটির নকশায় যে পরিবর্তন এসেছে, তা এতোই সুক্ষ্ম যে মনোযোগ দিয়ে খেয়াল না করলে ধরা যায় না।

রোববার (৬ ফেব্রুয়ারি) গুগল ক্রোমের লোগো ডিজাইনার এলভিন হু এক টুইটে গুগল ক্রোমের লোগো পরিবর্তনের কথা জানান।

খেয়াল করলে বোঝা যাবে, গুগল ক্রোমের লোগোতে যে ৩টি রঙ ও মাঝখানের নীল রঙ এর বৃত্তটি রয়েছে সেটি আগের তুলনায় এখন আরও উজ্জ্বল। এছাড়া আগের লোগোতে যে শ্যাডো এফেক্টের ব্যবহার ছিল, নতুন লোগোতে সেই শ্যাডো সরিয়ে ফেলা হয়েছে। গুগল ২০০৮ সালে ইন্টারনেট ব্রাউজার ক্রোম নিয়ে আসে। এরমধ্যে তিনবার লোগোতে পরিবর্তন আনা হলেও লোগোর ডিজাইন ও প্রধান বিষয়গুলো অপরিবর্তিত রয়েছে; মানে মূল রূপ একই রয়েছে।

এলভিন হু টুইটে বলেন, ‘আমরা ব্র্যান্ড আইকন থেকে শ্যাডো সরিয়ে এমনভাবে আইকনে ব্যবহৃত তিনটি রং আরও উজ্জ্বল করেছি, যাতে এটা গুগলের অত্যাধুনিক অভিব্যক্তির সঙ্গে মানানসই হয়।’

Exit mobile version