Site icon Jamuna Television

সাকিবের কাছেই হেরে গেল কুমিল্লা, শীর্ষস্থানে অদলবদল

ছবি: সংগৃহীত।

সাকিব আল হাসানের দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩২ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। এই জয়ে কুমিল্লাকে হটিয়ে শীর্ষস্থান দখল করলো বরিশাল। আর কুমিল্লা আছে দ্বিতীয় স্থানে।

শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামে বরিশাল। তবে জ্বলে উঠতে পারেননি দলটির ওপেনার ক্রিস গেইল। তবে আরেক ওপেনার মুনিম শাহরিয়ারের ৪৫, অধিনায়ক সাকিবের ৫০ রানের ইনিংস ও তৌহিদ হৃদয়ের অপরাজিত ৩১ রানে ভর করে ১৫৫ রানে থামে বরিশালের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ছয় রানেই ইমরুল কায়েসের উইকেট হারায় কুমিল্লা। একে একে ফিরে যান লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মঈন আলী ও নাহিদুল ইসলামরা। ওপেনার লিটন ১৯ রান করেন। দলের পক্ষে মুমিনুল সর্বোচ্চ ৩০ রান করে আউট হন।

ব্যাট হাতে ৫০ রান ও বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাকিব আল হাসান। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শেষ চার প্রায় নিশ্চিত বরিশালের। ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কুমিল্লা। সমানসংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে মিনিস্টার ঢাকা।

জেডআই/

Exit mobile version