Site icon Jamuna Television

কোটা সংস্কারের দাবির সাথে একাত্ম ঢাবি শিক্ষক সমিতি

সরকারি চাকরিতে শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবির সাথে একাত্মতা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি। দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান সমিতির নেতারা। এসময় কোটা সংস্কারের দাবি বাস্তবায়ন ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিধানে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতি জানায়, এই কোটা সংস্কার এখন সময়ের চাহিদা। কোটা সংস্কার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সুস্পষ্ট সিদ্ধান্ত দ্রুততম সময়ে ঘোষণার জন্য আমরা আহ্বান জানাই। শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন কোন ধরণের পুলিশি ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত থাকার কথাও জানায় শিক্ষক সমিতি।

Exit mobile version