Site icon Jamuna Television

পাঁচ ঘন্টায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট

আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। টুর্নামেন্টের জন্য অনলাইনে টিকেট ছেড়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কোনো কোনো ম্যাচের টিকেট যেন সোনার হরিণে পরিণত হয়েছে। যেমন পাঁচ ঘণ্টার মধ্যে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

আগামী ২৩ অক্টোবর বিশ্বের অন্যতম বৃহৎ স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। মেলবোর্নের ভেন্যুতে দর্শক ধারণক্ষমতা ১ লাখ। তবে ভারত-পাকিস্তান ম্যাচকে লক্ষ্য করে সাধারণ দর্শকদের জন্য ৬০ হাজার টিকিট বরাদ্দ রেখেছিল আইসিসি।

আইসিসি জানায়, অপেক্ষমাণ তালিকা এবং অফিসিয়াল হসপিটালটি এবং আইসিসি ট্রাভেল এন্ড ট্যুরস প্রোগ্রামস থেকে আরও কিছু টিকিট পেতে পারেন দর্শকরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভ, সেমিফাইনাল, ফাইনালসহ সর্বমোট ৪৫টি ম্যাচের টিকেট আজ থেকে বিক্রি শুরু করেছে আইসিসি। ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় টিকিট বিক্রি শুরু হয়, সাড়ে ১১টায় ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচ দেখার জন্য শিশুদের (২-১৬ বছর বয়সী) টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫ ডলার করে। আর প্রাপ্তবয়স্কদের টিকিট সর্বনিম্ন ২০ ডলার করে।

Exit mobile version