Site icon Jamuna Television

ঢাকায় চালু হবে আরও তিনটি বাস রুট

বাস রুট রেশনালাইজেশনের আওতায় ঢাকা নগর পরিবহনের কার্যক্রমের অংশ হিসেবে আরও তিনটি রুট চালু করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর মেয়র শেখ ফজলে নূর তাপস।

রুটগুলো হলো ২২, ২৩ ও ২৬ নম্বর। এরমধ্যে ২২ নম্বরে বাস চলাচল করবে ঘাটারচর থেকে ফার্মগেট হয়ে ভুলতা পর্যন্ত। ২৩ নম্বরে ঘাটারচর থেকে বসিলা, সায়েন্স ল্যাবরেটরি হয়ে মেঘনা ঘাট পর্যন্ত; ২৬ নম্বরে ঘাটারচর থেকে কাকরাইল হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত।

রাজধানীতে গণপরিবহনে বিশৃঙ্খলা দূর করার অংশ হিসেবে বাস রুট রেশনালাইজেশনের আওতায় এ তিনটি রুট চালু করা হচ্ছে বলে জানানো হয়।

Exit mobile version