Site icon Jamuna Television

বল টেম্পারিং করতে গিয়ে ধরা খেলেন সিলেটের বোপারা, করা হলো জরিমানা (ভিডিও)

ছবি: সংগৃহীত।

বল টেম্পারিং করতে গিয়ে ধরা পড়েছেন সিলেট সানরাইজার্সের অধিনায়ক রবি বোপারা। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ঘটে এমন ঘটনা। যে কারণে ম্যাচেই তার দলকে ৫ রান জরিমানা করা হয়েছে।

ম্যাচের নবম ওভারে নখ দিয়ে বল খুঁটতে দেখা যায় বোপারাকে, যা আম্পায়ারদের চোখ এড়ায়নি। সেই সাথে টিভি পর্দায়ও ধরা পড়ে দৃশ্যটি। এরপরই মাঠের দুই আম্পায়ার বাংলাদেশের মাহফুজুর রহমান ও শ্রীলঙ্কার প্রগিথ রাম্বুকওয়েলাকে বলটি পরীক্ষা করে দেখেন যে বলের আকৃতিতে কোনো পরিবর্তন হয়েছে কি না। এরপর সাথে সাথেই সেই বলকে পরিবর্তন করেন।

এমসিসির আইনের ৪১.৩.৪ ধারা অনুযায়ী, যদি আম্পায়ারের এমন মনে হয় যে বলের আকৃতি অবৈধভাবে কোনো দলের সদস্য বা সদস্যদের দ্বারা বদলানো হয়েছে, তাহলে প্রতিপক্ষের অধিনায়ককে আগে আম্পায়াররা জিজ্ঞাসা করবেন—তিনি বল বদলাতে চান কি না। এক্ষেত্রে ব্যাটিং দলের ব্যাটসম্যানরা তাদের অধিনায়ককে সাহায্য করতে পারেন। তবে ওই সময় মাঠেই ছিলেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।

এই ম্যাচের টসের সময় থেকেই আলোচিত নাম রবি বোপারা। নিয়মিত অধিনায়ক মোসাদ্দেককে পরিবর্তন করে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় আগের ম্যাচে অফ ফর্মের কারণে বাদ যাওয়া বোপারাকে।

আরও পড়ুন: যে কারণে ব্যাট হাতে বিপিএলে সাফল্য পাচ্ছেন সাকিব

জেডআই/

Exit mobile version