Site icon Jamuna Television

নারী সহকর্মীদের অশ্লীল বার্তা, চাকরি হারালেন সাবেক বার্সা তারকা

ছবি: সংগৃহীত।

নারী সহকর্মীদের অশ্লীল বার্তা পাঠিয়ে চাকরি হারালেন বার্সেলোনার সাবেক তারকা মার্ক ওভারমার্স। ক্লাবের প্রধান নির্বাহী, আয়াক্স-জুভেন্টাস-ফুলহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলকিপার এডউইন ফন ডার সারের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন ওভারমার্স।

তবে এই ঘটনার জন্য বেশ অনুতপ্ত নেদারল্যান্ডসের এই সাবেক উইঙ্গার। সেই সাথে তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ওভারমার্স। বলেন, আমি বুঝিনি যে কাজটা করে সীমা লঙ্ঘন করছি। কিন্তু এখন আমি সেটা বুঝতে পেরেছি। আমি ক্ষমা চাইছি।

নেদারল্যান্ডসের ইতিহাসের অন্যতম সেরা উইঙ্গার ওভারমার্স। খেলেছেন আয়াক্স, বার্সেলোনা ও আর্সেনালের মতো ক্লাবে। ফুটবল ছাড়ার পর বিগত এক দশক ধরে সফলভাবে সামলেছেন আয়াক্স ফুটবল দলের পরিচালকের দায়িত্বও।

তার হাত ধরেই উঠে এসেছেন ফ্রেঙ্কি ডি ইয়ং, ম্যাটাইস ডি লিখট, ডনি ফন ডে বিক, সের্হিনিও দেস্তের মতো একাধিক তরুণ খেলোয়াড়। যাদের অন্য ক্লাবের কাছে বিক্রি করে দলকে এনে দিয়েছেন কোটি কোটি ইউরো। তার কাজে মুগ্ধ হয়ে তাই ২০২৬ পর্যন্ত আয়াক্স চুক্তির মেয়াদ বাড়িয়েছিল।

জেডআই/

Exit mobile version