Site icon Jamuna Television

কলকাতায় সিআইডির হাতে ধরা পড়েছে চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ম্যাক্সন

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী নুরুন নবী ম্যাক্সনকে ভারতের কলকাতা থেকে গ্রেপ্তার করেছে সেখানকার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) উত্তর কলকাতার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কলকাতার সিআইডির তথ্য মতে, ম্যাক্সনের বিরুদ্ধে ১৮টি ফৌজদারি মামলা আছে, যার মধ্যে ১১টিই হত্যা মামলা। বাংলাদেশের র‍্যাবের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সিআইডি তাকে খুঁজছিল। এদিকে জাল নথির ভিত্তিতে পাসপোর্ট তৈরির অভিযোগে ম্যাক্সন ভারতে বিচারের মুখোমুখি হতে পারেন।

তবে তার গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি সিএমপি। তবে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, নুরন নবী ম্যাক্সন সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী। বায়েজীদ বোস্তামী এলাকাতেই বাড়ি। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ১২টি মামলা আছে। এরমধ্যে বায়েজিদ বোস্তামী থানার ৭ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালে গ্রেফতার হয়েছিলেন ম্যাক্সন। পরে অস্ত্র মামলায় সাজা হয়। কিন্তু ২০১৬ সালে জামিনে কারাগার থেকে বের হয়ে দেশ ছাড়েন ম্যাক্সন।

Exit mobile version