অটোয়ার রাস্তায় কানাডার পতাকা হাতে বিক্ষোভকারীরা
গত নয়দিন ধরে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে ট্রাকচালকদের বিক্ষোভের কারণে কানাডার রাজধানী অটোয়ায় জারি করা হয়েছে জরুরি অবস্থা।
রোববার (৬ ফেব্রুয়ারি) অটোয়ার মেয়র জিম ওয়াটসন শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন।
এক ঘোষণায়, মেয়র ওয়াটসন বলেন, শহর নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে। শহরে পুলিশের চেয়ে বিক্ষোভকারীর সংখ্যা অনেক বেশি। এ ধরনের বিক্ষোভ নগরবাসীর নিরাপত্তার জন্য হুমকি। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রতি আহ্বান জানিয়েছেন অটোয়ার বাসিন্দারা।

শনিবার (৫ ফেব্রুয়ারি) পুলিশ বোর্ডের এক বিশেষ বৈঠকে অটোয়ার পুলিশ প্রধান পিটার স্ললি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কিছু বিক্ষোভকারীকে আটক করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা তার বাহিনীর নেই।
জানা গেছে, যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে চলাচলকারী ট্রাকচালকদের জন্য জারি করা করোনার টিকা সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে গত সপ্তাহে অটোয়ায় ফ্রিডম কনভয় নামে একটি বিক্ষোভ শুরু হয়। সপ্তাহব্যাপী চলা এ বিক্ষোভে স্থবির হয়ে পড়েছে অটোয়ার জনজীবন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি আন্তঃসীমান্ত ট্রাকচালকদের জন্য করোনার টিকা সংক্রান্ত এক নতুন আদেশ জারি করে ট্রুডো প্রশাসন। এর আওতায় কানাডার যেসব ট্রাকচালক করোনার টিকা নেননি, ট্রাক নিয়ে দেশে ফেরার পর তাদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়। এতেই বিক্ষুব্ধ হয়ে অটোয়ায় তুমুল বিক্ষোভ শুরু করেন ট্রাকচালকরা।
/এসএইচ
Leave a reply