Site icon Jamuna Television

মুজিবনগরে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

ফাইল ছবি

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

সোমবার (ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে নাসির শেখ (৪৫) নামে এক ভারতীয় নাগরিক আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে নাসির শেখ নামে এক ভারতীয় নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করেছেন বিজিবি সদস্যরা। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে জানান তিনি।


/এসএইচ

Exit mobile version