Site icon Jamuna Television

মাদ্রাসায় অনুপস্থিতির অভিযোগে হাফেজ ছাত্রকে বেধড়ক বেত্রাঘাত, পলাতক শিক্ষক

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের এক মাদ্রাসায় একদিনের অনুপস্থিতির কারণে সদ্য হাফেজি পাস করা ১৫ বছর বয়সী এক ছাত্রকে বেধড়ক বেত্রাঘাত করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকালে শেরপুরের শ্রির্বদী উপজেলার উত্তর খড়িয়া গ্রামের নূর হেরা কুরানুল হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রের নাম আসিব হাসান বিজয়। সে ওই গ্রামের মুদি দোকানদার খলিলুর রহমান খোকন এর সন্তান। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ পলাতক রয়েছে।

ঘটনা বিকেলে ঘটলেও প্রথমে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চলে। পরে খবর পেয়ে মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’র সদস্যরা আহত ছাত্রটিকে উদ্ধার করে রাত সাড়ে ৯টায় শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিত ছাত্র ও তার পরিবার অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষকের পা ধরে মিনতি করার পরও নির্যাতন বন্ধ না করে ছেলেটিকে বুকে লাথি মারে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই ছাত্রের পরিবার অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবী করেন।

জেডআই/

Exit mobile version