গাজা সীমান্তে আকস্মিক সামরিক মহড়া শুরু করেছে ইসরায়েল
গাজা সীমান্তে আকস্মিক সামরিক মহড়া শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর সাম্প্রতিক যৌথ মহড়ার পর এ মহড়ার আয়োজন করলো ইসরায়েল। খবর টাইমস অব ইসরায়েলের।
সোমবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল জানায়, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ মহড়া ইসরায়েলের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। ফিলিস্তিনি সংগঠনগুলোর ঐক্যবদ্ধ তৎপরতাকে বড় ধরণের হুমকি বলে মনে করছে তেল আবিব।
ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, দক্ষিণের সীমান্তে সেনাবাহিনীর প্রস্তুতি পরখ করতেই এ মহড়ার আয়োজন করা হয়েছে। জরুরি মুহূর্তে তারা যেন পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেজন্য প্রস্তুত করা হচ্ছে সেনাবাহিনীকে।
প্রসঙ্গত, গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দেশটির দক্ষিণ সীমান্তে লেজার নিয়ন্ত্রিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ইঙ্গিত দিয়েছিলেন। হামাসের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এ পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।
\এসএইচ
Leave a reply