Site icon Jamuna Television

আইপি টিভি সিটিজি ক্রাইমের চেয়ারম্যান আটক

অনুমোদনহীন আইপি টিভি সিটিজি ক্রাইমের চেয়ারম্যান আজগর আলী মানিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে র‍্যাব ৪।

রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে তাকে আটক করে র‍্যাব। পরে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয় মানিককে। চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। র‍্যাব জানায়, বিভিন্ন ব্যক্তি ও জাতীয় গণমাধ্যম নিয়ে অপপ্রচার চালিয়ে আসছিল মানিক।

এর আগে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রিতে ‘লাগামহীন আইপি টিভি’ নামের এক পর্বে মানিকের অপকর্ম নিয়ে সংবাদ প্রচারিত হয়।

/এডব্লিউ

Exit mobile version