বিশ্বে করোনায় আরও ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ২শ’ মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ১৭ লাখের বেশি মানুষের শরীরে।

দিনে সর্বোচ্চ প্রায় ১২শ’ মানুষের মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে এদিন করোনা শনাক্ত হয়েছে ৬১ হাজার জন। তবে দিনে সবচেয়ে বেশি রাশিয়ায় ১ লাখ ৭১ হাজার জনের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। দেশটিতে মারা গেছে ৬ শতাধিক মানুষ।

২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৩৮ হাজার রোগী শনাক্ত হয়েছে জার্মানিতে। তবে ইউরোপের দেশটিতে দৈনিক প্রাণহানি একশ’র ঘরে। আর ১ লাখ সংক্রমিত রোগী মিলেছে যুক্তরাষ্ট্রে। সোমবার মার্কিন মুলকে মারা গেছে হাজারের কাছাকাছি মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ৯ লাখ ২৮ হাজার।

এছাড়া ব্রাজিল, ফ্রান্স ও ইতালিতে দৈনিক প্রাণহানি চার শ’র বেশি। এ নিয়ে করোনায় বিশ্বে মোট মৃত্যু ছাড়িয়েছে ৫৭ লাখ ৬৭ হাজার।
আরও পড়ুন: ২১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply