ভুয়া এনজিওর জালে জড়িয়ে নিঃস্ব চুয়াডাঙ্গার হতদরিদ্ররা

|

বারবার ভুয়া এনজিওর জালে জড়িয়ে নিঃস্ব চুয়াডাঙ্গার হতদরিদ্ররা। চক্রটির টার্গেটই গ্রামের সহজসরল মানুষ। নানা প্রলোভন দিয়ে মানুষের কষ্টার্জিত টাকা হাতিয়ে নেয় তারা, এরপর কয়েকদিনের ব্যবধানেই লাপাত্তা হয়ে যায় এনজিওগুলো। এই চক্রের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছে স্থানীয় প্রশাসন।

আলমডাঙ্গার পাঁচলিয়া গ্রামের এক নারী ভূইফোঁড় এনজিওর প্রতারণার ফাঁদে পড়ে দিশেহারা। জানালেন, তাদের খপ্পরে পড়ে জমানো সব সঞ্চয় খুইয়েছেন তিনি। উপজেলার আরও বেশ কয়েকটি গ্রামের চিত্রও একই। ভুক্তভোগীদের দাবি, আশকরা ফাউন্ডেশন নামে একটি এনজিও সপ্তাহখানেক চালিয়েছে তাদের কার্যক্রম। নানা প্রলোভন দেখিয়ে বেশকিছু টাকা হাতিয়ে সটকে পড়েছে তারা।

বছর দেড়েক আগে জীবননগরে একইভাবে প্রতারণা করে মানবকল্যাণ সংস্থা নামে আরেকটি প্রতিষ্ঠান। লাখ লাখ টাকা হাতিয়ে নিরুদ্দেশ সেই চক্রটিও।

স্থানীয় সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন বলছেন, গ্রামের হতদরিদ্ররাই এদের টার্গেট। আর এসব এনজিওগুলোর কোনোটিরই ছিল না অনুমোদন।

এ বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply