ছবি: সংগৃহীত
করোনা মহামারি প্রতিরোধে সারাবিশ্বেই টিকা প্রয়োগের ওপর জোর দেয়া হচ্ছে। ভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর টিকা নেয়ার গুরুত্ব বেড়েছে আরও। এই পরিস্থিতিতে রাশিয়ার তৈরি এক ডোজ বিশিষ্ট স্পুটনিক লাইট ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারত।
রোববার (৬ ফেব্রুয়ারি) ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া নিজেই এই তথ্য জানিয়েছেন। রাশিয়ার দাবি, করোনার নতুন ধরন ওমিক্রন রোধে এই টিকা সবচেয়ে বেশি কার্যকর।
টুইট বার্তায় মনসুখ মান্দাভিয়া বলেন, ভারতে এক ডোজ বিশিষ্ট স্পুটনিক লাইট ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ডিসিজিআই। এটি ভারতে অনুমোদন পাওয়া নবম করোনা টিকা। মহামারি মোকাবিলায় এটি ভারতের সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে।
DCGI has granted emergency use permission to Single-dose Sputnik Light COVID-19 vaccine in India.
This is the 9th #COVID19 vaccine in the country.
This will further strengthen the nation's collective fight against the pandemic.
— Dr Mansukh Mandaviya (मोदी का परिवार) (@mansukhmandviya) February 6, 2022
ভারতে এখন পর্যন্ত ১৭০ কোটি ডোজ টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৯৯ শতাংশ মানুষ পেয়েছে কমপক্ষে করোনার এক ডোজ টিকা। আর ৭৬ শতাংশ পেয়েছে কোভিডের পূর্ণাঙ্গ ডোজ। এছাড়া ফ্রন্টলাইনার্স এবং বয়স্কদের দেয়া হচ্ছে বুস্টার ডোজ।
আরও পড়ুন: বিশ্বে করোনায় আরও ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু
ইউএইচ/
Leave a reply