ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দুই ভাই বোনের। আগুনে পুড়ে গেছে ২টি বসতঘর।
সোমবার (৭ ফেব্রুয়ারি) পশ্চিম কাহারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মিনহাজ ও তার বোন রুহী। তারা পশ্চিম কাহারঘোনা এলাকার মো. ইদ্রিসের সন্তান।
ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ করে বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘরের ভিতর মিনহাজ ও রুহী ঘুমন্ত অবস্থায় ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
Leave a reply