Site icon Jamuna Television

দ্বিতীয় দিনের মতো ভ্যাকসিন দেয়া হচ্ছে কওমি শিক্ষার্থীদের

কওমি মাদরাসার শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের মতো দেয়া হচ্ছে করোনার ভ্যাকসিন। আজ মিরপুর আজমা মহিলা মাদরাসায় ৫টি প্রতিষ্ঠানের ১২শ শিক্ষার্থীকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই টিকাকেন্দ্রে উপস্থিত হন ৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের প্রায় ১ ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় শুরু হয় টিকা কার্যক্রম৷ কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক জানিয়েছেন, টিকা নিতে ছাত্রীদের মাঝে ব্যপক আগ্রহ দেখা গেছে৷

ঢাকা সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. এম এম আখতারুজ্জামান সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানিয়েছেন। তিনি জানান, দুপুর ২টা নাগাদ ১২০০ শিক্ষার্থীর সবাইকে টিকা দেয়া সম্ভব হবে।

আগামীকাল পর্যন্ত ৩১টি মাদ্রাসার প্রায় ২ হাজার ৩০০ শিক্ষার্থীকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version