Site icon Jamuna Television

লতার শেষকৃত্যে যে কারণে যাননি অমিতাভ

ছবি: সংগৃহীত।

কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের প্রয়াণে স্তব্ধ ভারত। রোববার (৬ জানুয়ারি) তার মৃত্যুর খবরে ভেঙে পড়ে গোটা দেশ। তবে এই গায়িকার শেষকৃত্যে দেখা যায়নি অমিতাভ বচ্চনকে। খবর আনন্দবাজার পত্রিকার।

তার বহু ছবিতে এখন পর্যন্ত গান গেয়েছেন লতা। সেই সূত্রে তাদের সম্পর্ক পেশাগত গণ্ডি থেকে ছাড়িয়ে ব্যক্তিগত সখ্যে পৌঁছেছে। তবে লতার শেষকৃত্যে শাহরুখ খান ও রণবীর কাপুরের মতো অভিনেতাদের দেখা গেলেও অভিতাভ ছিলেন অনুপস্থিত।

জানা গেছে, করোনার সময়কালীন স্বাস্থ্যবিধি মাথায় রেখেই শিবাজি পার্কে লতার শেষকৃত্যে যোগ দেননি অমিতাভ। যদিও এর আগে, লতার বাড়িতে যান তিনি। সেখানে তার পরিবারের সাথে দেখা করে সমবেদনাও জানিয়েছেন অমিতাভ।

এ নিয়ে অভিনেতার ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেছেন, অমিতাভ বচ্চন লতাজির বাড়িতে গিয়েছেন। তার পরিবারের সঙ্গে কথা বলেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তিনি ভিড়ের মধ্যে শেষকৃত্যে উপস্থিত হননি।

এসজেড/

Exit mobile version