Site icon Jamuna Television

সাদুল্লাপুরে গৃহবধূ হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

আসামিদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন।

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে গৃহবধূ রেশমা বেগম হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর-বগুড়া মহাসড়কের ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত ৯ জানুয়ারি রাতে সাদুল্লাপুর উপজেলার চকনদী গ্রামের জয়নুলের ছেলে বখাটে সাব্বির ও তার মা-বাবার হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে খুন হয় গৃহবধূ রেশমা বেগম। তিনি হাসানপাড়া গ্রামের জামাত আলীর মেয়ে। পরিকল্পিতভাবে এই হত্যার অভিযোগে ৩ জনকে আসামি করে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু একমাস অতিবাহিত হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলায় আসামির যাবজ্জীবন

মনববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ধাপেরহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী আব্দুল মান্নান মন্ডল, আওয়ামীলীগ নেতা লাবলু প্রামাণিক, কৃষকলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, ছাত্রলীগ নেতা মামুন মন্ডল, সাংবাদিক আমিনুল ইসলাম, রেশমার মা চায়না বেগম ও রেশমার ভাই মিলন মিয়া।

এসজেড/

Exit mobile version