Site icon Jamuna Television

কংগ্রেসের পাপেই ভারতে করোনা ছড়িয়েছে: মোদি

নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

কংগ্রেসের পাপেই ভারতে করোনাভাইরাস ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর আনন্দবাজার পত্রিকার।

সোমবার (৭ জানুয়ারি) লোকসভায় তিনি কংগ্রেস সংসদ সদস্যদের উদ্দেশে এমন মন্তব্য করেন। মোদি বলেন, করোনা পরিস্থিতিতে আপনারা সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছিলেন। কংগ্রেসের পাপেই দেশে করোনাভাইরাস ছড়িয়েছে।

মোদির অভিযোগ, করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঢেউয়ের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞেরা পরামর্শ দিয়েছিলেন, যে যেখানে আছেন তাকে সেখানেই থাকার। সেই পরামর্শ মেনেই দেশে লকডাউন জারি হয়েছিল। কিন্তু কংগ্রেসে নেতারা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার জন্য উস্কানি দিয়েছিলেন। আর তার ফলেই দেশে দ্রুত অতিমারি ছড়িয়ে পড়েছিল।
আরও পড়ুন: টিকা বিরোধী আন্দোলন বন্ধ না করলে কঠোর হবে সরকার: ট্রুডো
ইউএইচ/

Exit mobile version