Site icon Jamuna Television

ইনস্টাগ্রামে রোনালদোর রেকর্ড

ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ৪০০ মিলিয়ন ফলোয়ার্সের মাইলফলক স্পর্শ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে গত বছর জানুয়ারিতে প্রথম ব্যক্তি হিসেবে ২০০ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে তিনি রেকর্ড গড়েছিলেন।

রোনলাদোর পরেই ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যায় ৩০৯ মিলিয়ন ফলোয়ার নিয়ে দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের মডেল ও ব্যবসায় কাইলি জেনার এবং তৃতীয় স্থানে আছেন আরেক ফুটবলার লিওনেল মেসি।

গত শনিবার ৩৭ বছরে পা রেখেছেন পর্তুগিজ অধিনায়ক রোনালাদো। ওইদিন ভক্তদের উদ্দেশে তিনি ইনস্টাগ্রাম বার্তায় লিখেছেন, জীবন অনেকটাই রোলার কোস্টারের মতো। কঠোর পরিশ্রম, উচ্চ গতি, জরুরি গোল, প্রত্যাশার চাহিদা। কিন্তু দিনের শেষে সবকিছুই পরিবার, ভালোবাসা, সততা ও বন্ধুত্বে এসে থেমে যায় যার কোনো মূল্য নেই। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ৩৭ এবং এর গণনা চলবে।

গত বছর গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে জুভেন্টাস ছেড়ে প্রিমিয়ার লিগে ফিরে এসেছেন রোনালদো। ফেরার পর থেকে তিনি ইউনাইটেডের হয়ে ২৪ ম্যাচে ১৪ গোল করেছেন। এর আগে প্রথম মেয়াদে ২০০৯ সালে তিনি ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন।

সম্প্রতি মিডলসব্রোর কাছে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত হয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে ইউনাইটেডকে। ম্যাচটিতে নিয়মিত সময়ে পেনাল্টির সুযোগ নষ্ট করে দলকে হতাশ করেছিলেন রোনালদো। যদিও শ্যুট আউটে তিনি সফল হয়েছিলেন।

২২ ম্যাচ পর ৩৮ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল ও ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চেলসি।

Exit mobile version