Site icon Jamuna Television

আবারও অধিনায়ক বদলেছে চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচে আবারও হঠাৎ করে অধিনায়ক পাল্টেছে বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে টস করতে দেখা যায় তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে।

আগের ম্যাচে অধিনায়ক থাকা নাঈম ইসলামকে দেখা যায়নি একাদশে। তবে তালিকার ১৩ নম্বর ক্রিকেটার হিসেবে নাম আছে তার। এর আগে মেহেদি হাসান মিরাজকে সরিয়ে নাঈম ইসলামকে অধিনায়ক করেছিলো চট্টলার দলটি। অধিনায়কত্ব হারানোর পর ম্যাচ ফিক্সিং’এর অভিযোগ তুলেছিলেন মিরাজ। সেই সাথে সিদ্ধান্ত নিয়েছিলেন বিপিএল না খেলার। এরপর তাকে বুঝিয়ে সমঝোতা করেছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মিনিস্টার গ্রুপ ঢাকার একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, শুভাগত হোম, আরাফাত সানি, এবাদত হোসেন, ইমরানুজ্জামান, মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ শাহজাদ, ফজল হক ফারুকি এবং কায়েস আহমেদ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ:
আফিফ হোসেন (অধিনায়ক), আকবর আলী, বেনি হাওয়েল, মেহেদি হাসান মিরাজ, উইল জ্যাকস, চ্যাডউইক ওয়াল্টন, শরিফুল ইসলাম, শামিম হোসেন, নাসুম আহমেদ, জাকির হোসেন এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

Exit mobile version