Site icon Jamuna Television

হলিউডের সবচেয়ে বাজে মুভির মনোনয়ন পেলো ‘ডায়ানা’

ছবি: সংগৃহীত

হলিউডের সবচেয়ে বাজে চলচ্চিত্র এবং ভুয়া অভিনয়ের জন্য ঘোষিত হয় রেজি অ্যাওয়ার্ডস। ২০২২ সালে সর্বোচ্চ ৯টি মনোনয়ন পেয়েছে মিউজিক্যাল মুভি ডায়ানা।

নিকৃষ্ট পরিচালনা, প্রযোজনা এবং স্ক্রিনপ্লে বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। প্রিন্সেস অব ওয়েলসের চরিত্রে জঘন্য অভিনয়ের জন্য জেনা দে ওয়াল পেয়েছেন রেজি মনোনয়ন। অন্যদিকে ৮ম বারের মতো নায়ক চরিত্রে নিকৃষ্ট অভিনয়ের জন্য মনোনীত হলেন ব্রুস উইলস।

এদিকে ৪২তম আসরে ভোট দিবেন যুক্তরাষ্ট্রে রেজি অ্যাওয়ার্ডসের ১১শ’ সদস্য। থাকবেন অন্যান্য দেশের দু’ডজন বিচারকও।

ইউএইচ/

Exit mobile version