Site icon Jamuna Television

কোকেন মামলায় সাক্ষী দিলেন সেই বিচারক

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম বন্দরে আটক হওয়া ১০৭ ড্রাম সূর্যমুখী তেলের সাথে তরল কোকেন মিশ্রিত করে আনা আলোচিত কোকেন মামলায় সাক্ষী দিলেন তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফরিদ আলম।

সোমবার (৭ ফেব্রুয়ারি) অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালতে তিনি এই সাক্ষ্য প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

বিচারপতি ফরিদ আলম জানান, এই মামলায় ৩ আসামির ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়েছে। আমার সাক্ষ্য প্রদানের মাধ্যমে কোকেন মামলার বিচারের কাজ আরও একধাপ এগিয়ে গেলো।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বাংলাদেশ পুলিশের সিআইডিকে জানায় যে, বলিভিয়া থেকে একটি কন্টেইনারে তরল কোকেন পাচার হচ্ছে। তৎকালীন সিআইডি প্রধান জাবেদ পাটোয়ারীর উপস্থিতিতে উক্ত কন্টেইনার শনাক্ত করে পুলিশ। পরে আলামত জব্দ করে নৌবাহিনীর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।

Exit mobile version