Site icon Jamuna Television

বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যায় নেমে লাশ হলো কিশোর

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর পলাশে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে রায়হান মিয়া (১৪) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার খেয়াঘাটের শীতলক্ষ্যা নদী থেকে এই মরহেদ উদ্ধার করা হয়।

এর আগে, দুপুর দেড়টার দিকে দুই বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় রায়হান মিয়া। নিহত রায়হান পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নারগানা গ্রামের হুমায়ন মিয়ার ছেলে। সে পলাশ বাজার এলাকায় একটি পোশাক বিক্রির দোকানের কর্মচারী ছিল।

পলাশ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হাদিউল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে রায়হান মিয়া তার দুই বন্ধু হাসিব ও রাব্বিকে নিয়ে নৌকা দিয়ে গোসলের উদ্দেশে শীতলক্ষ্যা নদীর মাঝপথে ঝাঁপ দেয়। পরে রাব্বি ও হাসিব সাতরিয়ে নদীর তীরে উঠতে পারলেও রায়হান পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবরিদল প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডআই/

Exit mobile version