Site icon Jamuna Television

সেনেগালের হয়ে নেশন্স কাপই জীবনের সেরা ট্রফি: সাদিও মানে

ছবি: সংগৃহীত

সেনেগালের হয়ে আফ্রিকান নেশন্স কাপে জেতা ট্রফিটাই জীবনের সেরা ট্রফি, বলছেন সাদিও মানে।

ইংলিশ জায়ান্ট লিভারপুলের হয়ে লিগসহ অনেক ট্রফি জিতেছেন মানে। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও। তারপরও নিজ দেশের হয়ে জেতা নেশন্স কাপের ট্রফিটাকেই এগিয়ে রাখলেন এই ফরোয়ার্ড। দেশের হয়ে স্বপ্ন পূরণের দিনটিকেও বলছেন জীবনের সেরা দিন।

নির্ধারিত সময়ের মধ্যে পেনাল্টি মিস করেছিলেন সেনেগালিজ সুপারস্টার সাদিও মানে। কিন্তু এরপর সতীর্থরা তাকে উৎসাহ দিয়েছেন, যুগিয়েছেন প্রেরণা ও সাহস। শিরোপা জয়ের পর মানে বলেন, এটা যেমন আমার জীবনের শ্রেষ্ঠ শিরোপা, তেমনি এটি আমার জীবনের শ্রেষ্ট দিন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। তবু বলছি, আমি প্রচণ্ড আনন্দিত।

রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে ক‍্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে টাইব্রেকারে মিশরকে ৪-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকান শ্রেষ্ঠত্ব অর্জন করে সাদিও মানের সেনেগাল।

আরও পড়ুন: ইনস্টাগ্রামে রোনালদোর রেকর্ড

Exit mobile version