Site icon Jamuna Television

গেরুয়া মিছিলের বিরুদ্ধে একাই রুখে দাঁড়ালেন হিজাব পরা তরুণী (ভিডিও)

ছবি: সংগৃহীত

ভারতের কর্নাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে বিতর্ক ও উত্তেজনা এখন তুঙ্গে। আর এই পরিস্থিতিতে হিজাব পরিহিতা এক তরুণী একাই রুখে দাঁড়ালেন গেরুয়া ওড়না পরা একদল যুবকের মিছিল। কর্নাটকের এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, কর্নাটকে হিজাব পরিহিতা এক তরুণীর দিকে এগিয়ে আসছিল গেরুয়া ওড়না পরা একদল যুবকের একটি মিছিল। সেই মিছিল থেকে তরুণীর উদ্দেশে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়া হচ্ছিল। তবে তরুণী সরে দাঁড়াননি। বরং একাই রুখে দাঁড়ান মিছিলটিকে। বলতে থাকে ‘আল্লাহু আকবর’।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

এরপর স্লোগান দিতে দিতে মুসকান নামের সেই তরুণী এগিয়ে যেতে থাকেন সামনে, আর উত্যক্তকারীরাও নেন তার পিছু। এরপর দাঁড়িয়ে এক উত্যক্তকারীকে সেই তরুণী জিজ্ঞাসা করেন, আমি বোরকা পরলে তোমাদের কী সমস্যা? এরই মধ্যে স্লোগান দেয়া লোকজন তার কাছে পৌঁছে যান। তারপর কলেজ কর্মকর্তারা এসে সেই তরুণীকে নিয়ে নিরাপদে সরে যান।

নিজ অবস্থানে শক্তভাবে দাঁড়ানো অবিচলিত সেই তরুণীর ভিডিও এখন নেট জগতে ভাইরাল। সেই তরুণ জানিয়েছেন, হিজাব পরার অধিকার রক্ষার জন্য একা লড়াই করতে ভয় পান না তিনি।

আরও পড়ুন: হিজাব বিতর্কে কর্নাটকের সব স্কুল-কলেজ ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা

Exit mobile version