Site icon Jamuna Television

যারা টাকা দিয়েছে, তারাই চেয়ারম্যান হয়েছে: কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, আজকের নির্বাচন ওবায়দুল কাদের সাহেবের প্রশাসনের সাজানো। তিনি ভাগিনাদের জন্য এমন খেলা খেলেছেন। যারা টাকা দিয়েছে, তারাই চেয়ারম্যান হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়া সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রসঙ্গে ওইদিনি রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।

কাদের মির্জা আরও বলেন, আমি খুব কষ্ট পেয়েছি। আসলে আমাদের জন্য রাজনীতি আসেনি। ওবায়দুল কাদের সাহেবের কোনো সন্তান নেই। আমার ছেলেকে দুইবার আঘাত করেছে। তিনি একবারও দুঃখ প্রকাশ করেননি।

সত্য বচন অনেক কঠিন কাজ উল্লেখ করে বলেন, আমি কারও রক্তচক্ষুকে ভয় পাই না। যতদিন বাঁচব ততদিন সত্য কথা বলে যাব। সত্য কথা থেকে কেউ আমাকে সরাতে পারবে না।

Exit mobile version