Site icon Jamuna Television

রাস্তায় ফোন নম্বর চেয়ে তরুণীকে উত্যক্ত, ২ যুবক কারাগারে

প্রতীকী ছবি।

ভারতের কলকাতার রাস্তায় শ্লীলতাহানির শিকার হয়েছেন এক তরুণী। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের এই ঘটনায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে দুই অভিযুক্তকে। খবর সংবাদ প্রতিদিনের।

পুলিশ সূত্রে জানা যায়, কলকাতার এজেসি বোস রোড ধরে এক ছাত্রী হেঁটে যাচ্ছিলেন। সেই সময় অ্যাম্বুল্যান্সের ভিতর বসে থাকা দুই যুবক তাদের লক্ষ্য করে ক্রমাগত কটূক্তি করতে শুরু করে। তরুণীকে অশ্লীল ইঙ্গিত করার পাশাপাশি ফোন নম্বর চাওয়া হয়। প্রথমে এ ধরনের আচরণে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন তরুণী। তবে মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দেন তরুণী।

ট্রাফিক পোস্টে গিয়ে পুরো বিষয়টা জানান তিনি। এরপর খবর যায় থানায়। পুলিশ এসে সেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তবে ঘটনাটি যেখানে ঘটেছে সেটি মুচিপাড়াথানার অন্তর্গত, তাই তাদের মুচিপাড়া থানার হাতে তুলে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে কলকাতার বিভিন্ন এলাকা থেকে মহিলাদের শ্লীলতাহানির খবর মিলেছে। কখনও ফাঁকা রাস্তায় তো কখনও আবার ট্যাক্সির যাত্রীদের শ্লীলতাহানি করেছে চালক। বাদ পড়েনি অ্যাপ ক্যাবও। এবার দিনে দুপুরে জনবহুল রাস্তায় তরুণীদের শ্লীলতাহানির খবর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। তবে এদিন পুলিশের তৎপর ভূমিকা আশ্বস্ত করেছে কলকাতাবাসীকে।

Exit mobile version