Site icon Jamuna Television

রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট

রাজধানীর বিমানবন্দর সড়কের কাওলা এলাকায় একটি ময়লাবাহী লরি উল্টে তীব্র যানজট তৈরি হয়েছে বিমানবন্দর সড়কে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে মালবাহী এই গাড়ি উল্টে গেলে বিমানবন্দর সড়কে যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় বিজয় সরণী মোড় থেকে বিমানবন্দর পর্যন্ত যান চলাচল স্থবির হয়ে যায়। এছাড়াও এই যানজটের ফলে কুর্মিটোলা ফ্লাইওভার থেকে কালশী মোড় ও কুড়িল বিশ্বরোড থেকে নতুন বাজার সড়কের যানচলাচলও স্থবির হয়ে যায়।

এতে ভোগান্তিতে পড়ে অফিসগামী ও জরুরী প্রয়োজনে বের হওয়া মানুষ। যাত্রীদের অনেকে দীর্ঘ সময় আটকে থাকার পর পায়ে হেটে গন্তব্যে উদ্দেশে রওনা হন।

Exit mobile version