Site icon Jamuna Television

স্ত্রীকে ছোড়া গুলিতে প্রাণ গেলো প্রেমিকার!

ছবি: সংগৃহীত

স্বামী-স্ত্রীর অশান্তির মধ্যে চললো গুলি। আর সেই গুলিতে নিহত হলেন প্রতিবেশী এক তরুণী। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে ভারতের বীরভূমের নলহাটিতে। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে বলা হয়, পুলিশের ধারণা ত্রিকোণ প্রেমের জেরেই অশান্তি বেধেছিল স্বামী-স্ত্রীর মধ্যে। তার জেরেই ভুলবশত ওই তরুণী নিহত হয়েছেন। স্ত্রীকে লক্ষ্য করেই গুলি চালিয়েছিলেন ওই যুবক। নিহতের পরিবার দাবি করেছে, তরুণীর সঙ্গে ওই যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কলেজ ছাত্রীর নাম নিকিতা খাতুন। মঙ্গলবার দুপুরে প্রতিবেশী বীরু শেখ এবং তার স্ত্রীর মধ্যে অশান্তি বাধে। বাড়ির ছাদে কলহের সময় আচমকা বীরু তার স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। কিন্তু সেই গুলি গিয়ে লাগে নিকিতার শরীরে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত বীরু পলাতক রয়েছে। পুলিশ অভিযুক্তের স্ত্রীকে আটক করেছে।

তদন্তকারীদের ধারণা, নিকিতা নামে ওই তরুণীর সঙ্গে বীরুর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। মঙ্গলবার দুপুরে নিকিতার সঙ্গে ছাদে গল্প করছিলেন বীরু। সেই সময় তার স্ত্রী তাদের দেখে ফেলেন। তিনি ছাদে যেতেই বীরুর সঙ্গে তার অশান্তি শুরু হয়। এরপর বীরু স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। কিন্তু সেই গুলি নিকিতার শরীরে গিয়ে লাগে।

নিকিতার মা আমিনা বিবি জানান, আমার মেয়ে ছেলেটাকে ভালোবাসতো। ও বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর হঠাৎ আমার বড় মেয়ে দৌড়ে এসে বললো, মা বাইরে বন্দুকের আওয়াজ। ছুটে বাইরে বেরিয়ে দেখি আমার মেয়ে পড়ে রয়েছে। ওই ছেলেটি বছর পাঁচেক হলো এখানে এসে রয়েছে। ওর স্ত্রী এবং সন্তানও রয়েছে।
আরও পড়ুন: কর্নাটকে হিজাব বিতর্কে যা বললেন মালালা
ইউএইচ/

Exit mobile version