Site icon Jamuna Television

ব্রিটেনে ব্রিট অ্যাওয়ার্ডসে শিল্পী অ্যাডেলের বাজিমাত

ছবি: সংগৃহীত।

ব্রিটেনে সঙ্গীত জগতের অন্যতম বড় আসর ব্রিট অ্যাওয়ার্ডস-২০২২ এ বাজিমাত করলেন শিল্পী অ্যাডেল। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) লন্ডনে অনুষ্ঠিত এই আয়োজনে তিনটি পুরস্কার জিতে নেন তিনি। ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ এর খেতাব পেয়েছেন তিনি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

অ্যাডেলের ‘ইজি অন মি’ গানটি পেয়েছে ‘সং অব দ্য ইয়ার’ এর তকমা। সেরা অ্যালবাম ‘থার্টি’। এই আয়োজনে গান গেয়ে দীর্ঘদিন পর লাইভ পারফরম্যান্সেও ফিরলেন অ্যাডেল। সেরা উদীয়মান তারকার খেতাব জিতেছেন হলি হাম্বারস্টোন। অনুষ্ঠানে পারফর্ম করেন এড শিরান। সেরা গীতিকারের পুরস্কার গেছে তার ঝুলিতে।

নবাগত হিসেবে ট্রফি জিতেছেন লিটল সিমজ। ‘গুড ফর ইউ’ গানের জন্য ‘ইন্টারন্যাশনাল সং’ শাখায় পুরস্কার জিতেছে মার্কিন কিশোরী তারকা অলিভিয়া রদ্রিগো। সেরা হিপ হপ তারকার খেতাব জিতেছেন ওয়ার্ডস্মিথ ডেভ। তার ‘ইন দ্য ফায়ার’ গানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

এসজেড/

Exit mobile version