Site icon Jamuna Television

উত্তেজনা তুঙ্গে, সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন ইউক্রেনের বেসামরিক নাগরিকরা

ইউক্রেনে রুশ আগ্রাসন রুখতে সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে দেশটির বেসামরিক নাগরিকদের। বিভিন্ন ধরনের বিস্ফোরক ও অস্ত্র চালনার পাশাপাশি কীভাবে গেরিলা হামলা চালাতে হয় সেটিও শেখানো হচ্ছে হাতে-কলমে। এর পাশাপাশি আহতদের নিরাপদে সরিয়ে নেয়া, প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার মতো প্রশিক্ষণ নিচ্ছেন বেসামরিক নাগরিকরা। বয়সে তরুণরাই মূলত পাচ্ছেন এমন প্রশিক্ষণ।

রুশ-ইউক্রেন উত্তেজনাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইউক্রেনে। আশঙ্কা করা হচ্ছে, যেকোনো মুহূর্তে ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে রাশিয়া। আর তাই সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে দেশটির বেসামরিক নাগরিকদের।

ইউক্রেনে এই ধরনের প্রশিক্ষণ গ্রহণকারী একজন বেসামরিক নাগরিক বলেন, যেকোনো সময় রাশিয়া আগ্রাসন চালাতে পারে। মাতৃভূমিকে রক্ষায় তাই অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছি, যাতে প্রয়োজন হলেই প্রতিরোধ গড়ে তুলতে পারি। আমরা ভয় পাই নি। ইউক্রেনবাসী নিজেদের রক্ষা করতে জানে। তাই অস্ত্র চালনার প্রশিক্ষণ নিচ্ছি। রুশ বাহিনী আগ্রাসন চালালে এক বিন্দুও ছাড় দেবো না।

আরও পড়ুন: কৃষ্ণ সাগর অভিমুখে রাশিয়ার ৬ যুদ্ধজাহাজ

প্রশিক্ষণের জন্য মূলত বাছাই করা হচ্ছে তরুণদের। ইউক্রেনের সামরিক বাহিনীর এবং ডানপন্হী গোষ্ঠীগুলোর সমন্বয়ে দেয়া হচ্ছে প্রশিক্ষণ।

এনিয়ে ইউক্রেনের একজন সমরাস্ত্র প্রশিক্ষক বলেন, অস্ত্রের প্রশিক্ষণের পাশাপাশি মানসিক দৃঢ়তাও প্রয়োজন। রুশ আক্রমণে সাধারণ মানুষ যেন ভয় না পেয়ে উল্টো প্রতিরোধ গড়ে তুলতে পারে, তাই এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এদিকে, কৃষ্ণ সাগরে নতুন করে মহড়া শুরু করেছে রাশিয়া। উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে।

এসজেড/

Exit mobile version