Site icon Jamuna Television

পাঁচ ব্যাংকে নিয়োগ: দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন

সমন্বিত ৫ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশীরা।

বুধবার সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে এ মানববন্ধন করেন তারা। করোনার কারণে প্রায় দুই বছর নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। অনেকের আবার চাকরির বয়সসীমা পেরিয়ে গেছে। তাই শূন্যপদ পূরণে অতি দ্রুত তৃতীয় প্যানেলের ফলাফল প্রকাশের দাবি জানান মানবন্ধনকারীরা। গভর্নর বরাবর ৩ দফা আবেদন করেও কোনো সাড়া না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চাকরি প্রত্যাশীরা।

Exit mobile version