Site icon Jamuna Television

বিয়ে করলেন সারিকা

ছবি: সংগৃহীত

টেলিভিশন অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন বিয়ে করেছেন সম্প্রতি। তার স্বামীর নাম বি আহমেদ রুহী। তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সঙ্গীতের সাথেও যুক্ত রয়েছেন রাহী।

সারিকার পরিবার সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ বিয়ের আয়োজন সম্পন্ন হয়। নিজের বিয়ের বিষয়টি আলোচনায় আনতে চাচ্ছেন না এ শোবিজ তারকা। যে কারণে ঘটা করে সবাইকে জানিয়ে বিয়ের আয়োজন সারেননি। এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পেজেও কোনো পোস্ট দেননি এ অভিনেত্রী।

সারিকার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৪ সালের আগস্টে বন্ধু মাহিম করিমের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা মাহিম পেশায় একজন ব্যবসায়ী। সাত বছর প্রেমের পর মাহিমের গলায় মালা পড়ান সারিকা। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যা সন্তান। ২০১৬ সালে সারিকার সেই সংসার ভেঙে যায়।

সারিকা ২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।
আরও পড়ুন: চলচ্চিত্রের উন্নয়নে নতুন জোট, আলমগীরের সঙ্গী ইলিয়াস কাঞ্চন
ইউএইচ/

Exit mobile version