Site icon Jamuna Television

মেহেরপুর জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। ফাইল ছবি।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সরকারি মোবাইল ফোনের সিম ক্লোন করে চাঁদা দাবি করেছে একটি হ্যাকার গ্রুপ।

এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির জহির উদ্দীন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাধারণ ডায়েরিতে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সহকারীর সিম বলা হলেও সরকারি ওয়েবসাইটে ওই নম্বরটি জেলা প্রশাসকের সরকারি মোবাইল ফোনের নম্বর দেখানো হয়েছে।

সাধারণ ডায়েরিতে জহির উদ্দীন উল্লেখ করেছেন, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬.৪৫ মিনিটের সময় জেলা প্রশাসকের ব্যবহৃত সরকারি মোবাইল ফোন থেকে তার গাড়িচালক মোমিন হোসেনের নম্বরে ফোন করে দুই হাজার টাকা বিকাশ করতে বলেন। গাড়িচালক কোনো কিছু না বুঝেই জেলা প্রশাসক ভেবে দুই হাজার টাকা দিয়ে দেন।

এরপর তারা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আরও কয়েকটি মোবাইল ফোনে কল দিয়ে দুই হাজার টাকা দেয়ার জন্য বলে। রাতে জেলা প্রশাসককে টাকা পেয়েছেন কিনা জানতে চান গাড়ি চালক মোমিন হোসেন। জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান তাকে বলেন, আমি তো তোমাকে টাকা পাঠাতে বলিনি। পরে নাজির জহির হোসেন ডায়েরিটি করেন।

এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক মুনসুর আলম খান ও পুলিশ সুপার রাফিউল আলম।

জেডআই/

Exit mobile version