Site icon Jamuna Television

মৃত্যু ৩৩, শনাক্ত ৮ হাজারের বেশি

প্রতীকী ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৮ হাজার ৭০৩ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৫৬৪টি।

বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১০ হাজার ৭২৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৩ জন। যা গত ২১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এক দিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ গত বছরের ১৫ সেপ্টেম্বর। সেদিন ৫১ জনের মৃত্যু হয়েছিল।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Exit mobile version