Site icon Jamuna Television

নাফ নদীতে মিয়ানমার বাহিনীর গুলিবর্ষণ, এক জেলে নিখোঁজ

মিয়ানমার সংলগ্ন নাফ নদী। ফাইল ছবি।

কক্সবাজার প্রতিনিধি:

নাফ নদীতে মাছ শিকারে যাওয়া দুই জেলেকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। এ সময় গুরামিয়া নামে এক জেলে ফিরে আসতে পারলেও মোহাম্মদ ইলিয়াস নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সংলগ্ন নাফ নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ মো. ইলিয়াস (৪০) হোয়াইক্যং বালুখালী এলাকার মৃত ছৈয়দ বলীর ছেলে। গুরা মিয়া একই এলাকার মতিউর রহমানের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেকার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, দুই জেলে নাফ নদীতে মাছ শিকারের এক পর্যায়ে মিয়ানমার সীমান্তে চলে গেলে বিজিপি তাদের উপর গুলিবর্ষণ করে। এতে এক জেলে ফিরে আসতে পারলেও অপরজন নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে।

এদিকে নিখোঁজ জেলে ইলিয়াছের ভাই শামসুল আলম জানান, রাতে দুইজন মাছ শিকারে গিয়েছিল। সকালে খবর পাই মাছ শিকারের এক পর্যায়ে তারা মিয়ানমার সিমান্তে চলে গেলে তাদের উপর গুলিবর্ষণ করে বিজিপি।

জেডআই/

Exit mobile version