Site icon Jamuna Television

উইন্ডিজ সিরিজের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা, অ্যাশেজের ৮ ক্রিকেটার বাদ

বাদ পড়েছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। ছবি: সংগৃহীত

অ্যাশেজ সিরিজের স্কোয়াড থেকে ৮ ক্রিকেটারকে বাদ দিয়ে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

দলে চমক হিসেবে রয়েছে পেসার সাকিব মাহমুদ। বাদ পড়েছেন দুই তারকা পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে বাজেভাবে হেরেছিল ইংল্যান্ড। দলটির কোচ ক্রিস সিলভারউডকেও এরই মধ্যে বরখাস্ত করা হয়। এছাড়া দলের ব্যবস্থাপক পদে অ্যাশলে জাইলসের পরিবর্তে এসেছেন অ্যান্ড্রু স্ট্রাউস। সেই সাথে দলেও আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। অ্যাশেজের দল থেকে অ্যান্ডারসন ও ব্রড ছাড়াও ডম বেস, স্যাম বিলিংস, রোরি বার্নস, জস বাটলার, হাসিব হামিদ এবং ডাভিদ মালানকে দলে রাখা হয়নি।

ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ক্রেইগ ওভারটন, জ্যাক লিচ, ক্রিস ওকস, ওলি রবিনসন, বেন ফোকস (উইকেটরক্ষক), অ্যালেক্স লেস, ড্যান লরেন্স, ওলি পোপ, মার্ক উড, সাকিব মাহমুদ, ম্যাথু পারকিনসন, ম্যাথু ফিশার।

আরও পড়ুন: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের ভেন্যু চূড়ান্ত

Exit mobile version