Site icon Jamuna Television

অস্ট্রেলিয়া সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। স্কোয়াডে জায়গা পাননি আবিদ আলী ও বিলাল আসিফ।

অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন বাবর আজম। স্পিনার আসিফের জায়গায় দলে ভেড়ানো হয়েছে পেসার হারিস রউফকে। আর হৃদযন্ত্রে জটিলতার কারণে ডিসেম্বরে বাংলাদেশ সিরিজের পর থেকে দলের বাইরে আছেন আবিদ আলী। তার জায়গায় দলে ফিরেছেন শান মাসুদ।

রাওয়ালপিন্ডিতে ৪ মার্চ থেকে শুরু হবে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এদিকে ১৯৯৮ সালের পর এই প্রথম পাকিস্তান সফর করছে টিম অস্ট্রেলিয়া।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম উল হক, মোহাম্মাদ নাওয়াজ, নাওমান আলী, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি, শান মাকসুদ, জাহিদ মাহমুদ।

আরও পড়ুন: উইন্ডিজ সিরিজের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা, অ্যাশেজের ৮ ক্রিকেটার বাদ

Exit mobile version