Site icon Jamuna Television

স্বাস্থ্যবিধির জটিলতায় স্থগিত নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যবিধির জটিলতায় স্থগিত হলো আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বুধবার (৯ ফেব্রুয়ারি) ক্রিকেট অস্ট্রেলিয়া এই সিরিজ বাতিল হবার খবর প্রকাশ করে।

মূলত নিউজিল্যান্ড সফরে দলের জন্য বাধ্যতামূলক আইসোলেশন আর কোয়ারেন্টাইনের কারণে সমস্যা তৈরি হয়। শেষ পর্যন্ত দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতেই এই সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গত জানুয়ারিতে করোনা প্রোটোকল ও কোয়ারেন্টাইন প্রক্রিয়া জটিল হওয়ায় অস্ট্রেলিয়া সফরে না যাওয়ার কথা জানিয়েছিল নিউজিল্যান্ড। সফরে গেলে নিজ দেশে ফিরে অন্তত ১০ দিনের আইসোলেশনে থাকতে হতো কেন উইলিয়ামসনের দলকে।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, এই সফরসূচি চূড়ান্ত করার সময় আমরা আশা করেছিলাম যে, ট্রান্স তাসমান সীমান্ত খুলে দেয়া হবে। কিন্তু ওমিক্রনের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পরিস্থিতি পাল্টে গেছে। এ কারণে সিরিজটি খেলা অনেকাংশেই অসম্ভব হয়ে পড়েছে আমাদের জন্য। আমি জানি যে, ক্রিকেট এবং সংশ্লিষ্ট সবার জন্যই সিরিজ স্থগিত হওয়ার খবরটি বেশ হতাশাজনক।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

Exit mobile version