Site icon Jamuna Television

নিউইয়র্কে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতের নাম মোদাসসার খন্দকার (৩৬)। তিনি ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে গুলিতে প্রাণ হারান। একাধিক মার্কিন গণমাধ্যমের খবরে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় সময় বুধবার রাত ১২টার দিকে সাইপ্রেস হিলস এলাকায় গুলির শব্দ শুনে পুলিশে ফোন দেয় এক ব্যক্তি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ফুটপাতে পড়ে আছেন মোদাসসার খন্দকার। পরে জ্যামাইকা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।

মোদাসসার খন্দকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। কর্মস্থল থেকে ফেরার পথে ৩৬ বছর বয়সী এই বাংলাদেশির মাথায় গুলি করা হয়। তার স্ত্রী এবং এক ছেলে রয়েছে।

এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনার কোনো তথ্য জানা যায়নি।

Exit mobile version