Site icon Jamuna Television

যে গ্রামে ৩২ বছর ধরে পুরুষ নিষিদ্ধ হলেও সন্তান জন্ম দিচ্ছে নারীরা!

ছবি: সংগৃহীত

একটি গ্রাম। সেখানে সবকিছু চলছে স্বাভাবিক নিয়মে। নারীরা সন্তান জন্ম দিচ্ছেন সেই সন্তান বড় হচ্ছে। সবকিছুই প্রকৃতির নিয়মে চলছে। কিন্তু বিস্ময়কর ব্যপার হলো এই গ্রামে ৩২ বছর ধরে পুরুষের প্রবেশ নিষেধ।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গ্রামের নাম উমোজা। দক্ষিণ আফ্রিকার গহীন জঙ্গলে অবস্থিত গ্রামটি। ১৯৯০ সালে মাত্র ১৫ জন নারী গড়ে তোলেন গ্রামটি। জেনি নামে ৪৫ বছরের এক নারী বলেন, আমরা ব্রিটিশ সেনাদের দ্বারা ধর্ষিত হয়। তারপর থেকেই পুরুষদের প্রতি তীব্র ক্ষোভ জন্মায়। ঘন জঙ্গলের ভেতর এই গ্রামটি গড়ে তুলি আমরা। আমাদের এই গ্রামে পুরুষদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও পড়ুন: গলায় ঝুলছে কিউআর কোড, ভিক্ষা নেন ডিজিটাল পেমেন্টে

পুরুষদের যেখানে কোনোভাবেই প্রবেশের অনুমতি নেই তবে সেখানে কীভাবে মহিলারা সন্তান জন্ম দেন এ ব্যপারে প্রশ্ন আসাটাই স্বাভাবিক। পুরুষের প্রবেশ নিষিদ্ধ হলেও রাতের বেলায় বহু পুরুষ চুপিসারে এই গ্রামে ঢোকেন। মহিলারা তাদের মধ্যে থেকে নিজেদের পছন্দের মানুষের সাথে মিলিত হন। গর্ভবতী হয়ে পড়ার পর ওই পুরুষের সাথে আর কোনো রকম সম্পর্ক রাখেন না তারা। সন্তান জন্মলাভের পর এইসব সন্তানদেরকে নারীরাই বড় করেন।

এনএএস

Exit mobile version