Site icon Jamuna Television

নাটোরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

ছবি: সংগৃহীত

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের গুরুদাসপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার খাকড়াদহ এলাকায় এই ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, খাকড়াদহ এলাকার রিপন সরকার এবং হাবিব মন্ডলের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সন্ধ্যার পর উভয়পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

আরও পড়ুন: বাবার ওপর অভিমানে কিশোরীর আত্মহত্যা

সংঘর্ষে হাবিব গ্রুপের সমর্থকরা কয়েক রাউন্ড গুলিবর্ষন করেন। এ সময় রিপন সরকার গুলিবিদ্ধসহ ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের আরও ৩ জন আহত হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ রিপনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

/এনএএস

Exit mobile version