Site icon Jamuna Television

অষ্টম ধাপে ইউপি নির্বাচনের ভোট চলছে

ছবি: সংগৃহীত

অষ্টম ধাপে ৫ জেলার ৮টি ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ।

গতকালই কেন্দ্রগুলোয় পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। উপজেলা নির্বাচনী অফিস থেকে কড়া নিরাপত্তায় কেন্দ্রে-কেন্দ্রে নির্বাচনী উপকরণ পাঠানো হয়। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কয়েকটি দুর্গম চরাঞ্চলে ভোটের দিনের জন্য নেয়া হয়েছে কড়া নিরাপত্তা। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আছে বাড়তি সতর্কতা। চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ভোট নেয়া হবে বিকেল ৪টা পর্যন্ত।

ইউএইচ/

Exit mobile version