Site icon Jamuna Television

সাবেক হাইকমিশনার খায়রুজ্জামান মালয়েশিয়ায় গ্রেফতার

বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামান।

মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ। জানা যায়, বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে কুয়ালালামপুরে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে।

সাবেক হাইকমিশনারের আইনজীবীর দাবি, বৈধ কারণ ছাড়াই আটক করা হয়েছে খায়রুজ্জামানকে। তার মুক্তির দাবি জানিয়ে মালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলেও জানান আইনজীবী।

উল্লেখ্য, এক দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বাস করছেন অবসরপ্রাপ্ত মেজর এম খায়রুজ্জামান। ১৯৭৫ সালের জেল হত্যা মামলার অভিযুক্ত আসামি ছিলেন তিনি। পরবর্তীতে খালাস পেয়ে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মালয়েশিয়ার হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে তাকে ঢাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। তবে ঝুঁকি মনে করে কুয়ালালামপুরেই থেকে যান খায়রুজ্জামান। সংগ্রহ করেন জাতিসংঘের শরণার্থী কার্ড।

Exit mobile version